পটুয়াখালীতে বেকারির কারখানা পুড়ে ছাই

পটুয়াখালীতে বেকারির কারখানা পুড়ে ছাই
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃ পটুয়াখালী চৌরাস্তায় গাজী বাড়ি সংলগ্ন মামনি বেকারির দোকান পুড়ে ছাই।
 
২৯ ডিসেম্বর রবিবার আনুমানিক মধ্যরাত ১:০০ ঘটিকার সময় মামুনি বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
 
স্থানীয় লোকজন জানান, হঠাৎ ঘুম থেকে জেগে দেখি আগুনের শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দ্রুত আমরা ফায়ার সার্ভিস কে জানায়, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পরে, আমরা বালতি ভর্তি পানি মগ দিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করি করি।
 ফায়ার সার্ভিস আসতে আসতে বেকারির বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করে।
 
এ ব্যাপারে, মামনি বেকারির মালিক, মোঃ মিজান গাজী জানান, আমি বাসায় ঘুমিয়ে ছিলাম হঠাৎ আমাকে একজন ফোন দিয়ে বলে আমার বেকারিতে আগুন লেগেছে তাড়াতাড়ি বেকারের কাছে পৌঁছায়। দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে ঋণ করে এ বেকারীটি দাঁড় করিয়ে ছিলাম হঠাৎ দুর্ভাগ্যবশত আমার বেকারীটি পুড়ে যায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
আমি জানিনা আবার কিভাবে এই বেকারিটি দাঁড় করাবো!